ডিজিটাল যুগে গাড়ির প্রযুক্তি যেমন উন্নত হচ্ছে, তেমনি সুরক্ষার ঝুঁকিও বাড়ছে। সম্প্রতি, জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফক্সওয়াগনের বৈদ্যুতিক গাড়ির (ইভি) ৮ লাখ গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ঘটনা সামনে এসেছে।
জার্মান সংবাদপত্র ডের স্পিগেলের প্রতিবেদন অনুযায়ী, ফক্সওয়াগনের সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান কারিয়াডের ডেটা আমাজন ক্লাউড স্টোরেজে সুরক্ষিত থাকার কথা থাকলেও কয়েক মাস ধরে তা অরক্ষিত অবস্থায় ছিল। এসব ডেটার মধ্যে ফক্সওয়াগন, অডি, সিটস এবং স্কোডা ব্র্যান্ডের গাড়িগুলোর তথ্য ছিল।
ফাঁস হওয়া তথ্যের মধ্যে গাড়ির লোকেশন, কখন চালু এবং বন্ধ হয়েছে—এমন তথ্য অন্তর্ভুক্ত ছিল। আরও উদ্বেগজনক হলো, জার্মান রাজনীতিবিদ, ব্যবসায়ী, হামবুর্গ পুলিশ বাহিনীর ইভি গাড়ির বহর এবং গোয়েন্দা সংস্থার কর্মীদের তথ্যও ফাঁস হওয়ার শঙ্কা রয়েছে।
এ ত্রুটির জন্য দায়ী ছিল কারিগরি সেটআপের দুর্বলতা। হ্যাকার অ্যাসোসিয়েশন কেওস কম্পিউটার ক্লাব (সিসিসি) বিষয়টি প্রথম নজরে আনে এবং অজ্ঞাতপরিচয় এক হ্যাকারের মাধ্যমে জার্মান ফেডারেল মন্ত্রিপরিষদ ও পুলিশকে সতর্ক করে। ফক্সওয়াগন ও কারিয়াডকে সমস্যাটি সমাধানের জন্য ৩০ দিনের সময় দেওয়া হয়েছিল।
ফাঁস হওয়া ৮ লাখ গাড়ির মধ্যে ফক্সওয়াগন ও সিটস ব্র্যান্ডের ৪ লাখ ৬০ হাজার গাড়ির লোকেশন ডেটা ১০ সেন্টিমিটার পর্যন্ত সঠিক ছিল, আর অডি ও স্কোডা গাড়ির ক্ষেত্রে তা ১০ কিলোমিটার পর্যন্ত সঠিক ছিল।
ফক্সওয়াগন দাবি করেছে, তারা ত্রুটি সারিয়ে ফেলেছে এবং এসব ডেটা এখন আর ফাঁস হওয়ার ঝুঁকিতে নেই। পাসওয়ার্ড বা পেমেন্ট সংক্রান্ত কোনো ডেটা ফাঁস হয়নি। শুধু অনলাইনে সেবা নেওয়া জন্য নিবন্ধিত গাড়ির তথ্যই ফাঁস হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ডিবিটেক/বিএমটি