বৃহস্পতিবার সকালে জাপান এয়ারলাইন্স তাদের ওয়েবসাইটে সাইবার হামলার কথা জানিয়েছে। এই ঘটনায় বিমান পরিষেবায় বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছেন সংস্থার কর্মকর্তারা। যদিও প্রথম দিকে সেবায় তেমন কোনো বড় সমস্যা দেখা যায়নি। খবর রয়টার্স।
সংস্থাটি তাদের অফিসিয়াল টুইটারে জানিয়েছে, সকাল ৭টা ২৪ মিনিটে এই সাইবার হামলা ঘটে। একটি পুরনো রাউটারের মাধ্যমে ম্যালওয়্যার সিস্টেমে প্রবেশ করে, যা এই সমস্যার মূল কারণ বলে জানানো হয়েছে। এর ফলে বৃহস্পতিবারের কোনো টিকিট কেনা সম্ভব হয়নি।
জাপানের সরকারি সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, সাইবার হামলার প্রভাবে বেশ কিছু ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হলেও কোনো ফ্লাইট বাতিল হয়নি। একইসঙ্গে গণহারে টিকিট বাতিলের মতো ঘটনাও ঘটেনি।
জাপান এয়ারলাইন্স, যা নিপ্পন এয়ারলাইন্সের পর দেশের দ্বিতীয় বৃহত্তম এয়ারলাইন্স, দেশজুড়ে বিমান পরিষেবা দিয়ে থাকে। তবে জাপানে এ ধরনের ঘটনা এবারই প্রথম নয়। ২০২২ সালে টয়োটা কোম্পানিতে সাইবার হামলা ঘটে, যার ফলে গাড়ি কেনাবেচায় ব্যাপক সমস্যা হয়। ২০২৩ সালে জাপানের মহাকাশ গবেষণা কেন্দ্রেও এমন হামলার ঘটনা ঘটে, যা গুরুত্বপূর্ণ নথি নষ্ট করে দেয়।
বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের সাইবার আক্রমণ ভবিষ্যতে আরও বাড়তে পারে এবং তা প্রতিরোধে সতর্কতা প্রয়োজন।
ডিবিটেক/বিএমটি