আগামী শুক্রবার রাতে ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক। এক সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স।
বিগত নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই ট্রাম্পের সঙ্গে ইতিবাচক সম্পর্ক স্থাপনে বিভিন্ন ব্যবসায়িক নেতারা উদ্যোগ নিচ্ছেন।
মেটা প্ল্যাটফর্মস এবং অ্যামাজন ইতোমধ্যেই ট্রাম্পের উদ্বোধনী তহবিলে ১০ লাখ ডলার অনুদান দিয়েছে। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ঋণদানকারী প্রতিষ্ঠান ব্যাংক অব আমেরিকা একই তহবিলে অনুদানের পরিকল্পনা করছে, যদিও পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।
অক্টোবর মাসে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় টিম কুক তাকে ফোন করে ইউরোপীয় ইউনিয়নের আরোপিত আর্থিক জরিমানার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। ইউরোপীয় নিয়ন্ত্রকরা সাম্প্রতিক বছরগুলোতে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধে একাধিক তদন্ত শুরু করেছে, যাতে তাদের ক্ষমতা নিয়ন্ত্রণ করা যায় এবং ছোট প্রতিযোগীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা যায়।
এদিকে, মার্কিন বিচার বিভাগ আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে স্মার্টফোন বাজারে অবৈধভাবে আধিপত্য বিস্তারের অভিযোগ এনেছে।
এই বৈঠক নিয়ে নিউইয়র্ক টাইমস প্রথমে খবর প্রকাশ করে। এ বিষয়ে ট্রাম্পের দল এবং অ্যাপল তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
ডোনাল্ড ট্রাম্প আগামী জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করবেন। ফলে এই বৈঠক থেকে প্রযুক্তি শিল্প এবং ট্রাম্প প্রশাসনের মধ্যে ভবিষ্যৎ সম্পর্কের একটি চিত্র পাওয়া যেতে পারে।
ডিবিটেক/বিএমটি