২০২৫ সালের মধ্যে মালয়েশিয়ার ৮ লাখ মানুষকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে দক্ষ করে তোলার জন্য ‘এআই ফর মাই ফিউচার” নাম উদ্যোগ নিয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। সম্প্রতি মাইক্রোসফট ক্লাউড এবং এআই সামিট মালয়েশিয়ায় এই ঘোষণা দেয়া হয়। খবর ইকোনমিক টাইমস।
এই উদ্যোগটি মালয়েশিয়া সরকারের জাতীয় এআই অফিস (এনএআইও)-এর সহযোগিতায় পরিচালিত হবে। মালয়েশিয়ার ডিজিটাল মন্ত্রণালয়ের নেতৃত্বে গঠিত এই অফিসের লক্ষ্য হলো মালয়েশিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার ঘটানো এবং বিভিন্ন খাতে দক্ষ কর্মী তৈরি করা।
ডিজিটাল মালয়েশিয়ার মন্ত্রী গবিন্দ সিং দেও বলেন, “যখন সরকার ও বেসরকারি খাত একত্রে এআই রূপান্তরে কাজ করবে, তখন এটি মালয়েশিয়ার কৃষি থেকে সেমিকন্ডাক্টর শিল্প পর্যন্ত প্রতিটি খাতে সুবিধা আনবে এবং দেশের অর্থনীতিকে একটি স্মার্ট হাব হিসেবে গড়ে তুলবে।”
মাইক্রোসফট মালয়েশিয়ার ম্যানেজিং ডিরেক্টর লরেন্স সি বলেন, “মাইক্রোসফটের ২০২৪ সালের গবেষণায় দেখা গেছে, মালয়েশিয়ার ৮৪ শতাংশ কর্মী ইতোমধ্যে এআই ব্যবহার করছে। এই প্রবণতাকে আরও কার্যকরভাবে কাজে লাগিয়ে এআই ফর মাই ফিউচার মালয়েশিয়ার এআই অর্থনীতিকে এগিয়ে নিতে সাহায্য করবে।”
এআই ফর মাই ফিউচার উদ্যোগের মূল কার্যক্রম:
১. বহুমুখী অংশীদারিত্ব: মাইক্রোসফট সরকার, বেসরকারি খাত এবং সামাজিক সংগঠনের সাথে কাজ করে এআই দক্ষতা বাড়াবে।
২. শিল্পখাতে এআই গ্রহণ: বড় প্রতিষ্ঠান থেকে শুরু করে স্টার্টআপ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান পর্যন্ত সবার জন্য এআই দক্ষতা বৃদ্ধির সুযোগ দেওয়া হবে।
৩. শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ প্রস্তুতি: স্কুল, কলেজ এবং টিভেট প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের এআই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
৪. সমতাভিত্তিক এআই অর্থনীতি তৈরি: সুবিধাবঞ্চিত সম্প্রদায় এবং নারী উদ্যোক্তাদের জন্য এআই এবং ডিজিটাল স্কিলিং প্রোগ্রাম চালু করা হবে।
৫. ব্যক্তিগতকৃত শেখার সুযোগ: মাইক্রোসফটের এআই স্কিলস ন্যাভিগেটরের মাধ্যমে সবাই নিজের প্রয়োজন অনুযায়ী এআই দক্ষতা অর্জন করতে পারবেন।
উদ্যোগটি মালয়েশিয়ার ২০২১-২০২৫ সালের জাতীয় এআই রোডম্যাপের সাথে সামঞ্জস্যপূর্ণ। এর মাধ্যমে এআই প্রযুক্তি ও শিক্ষা সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করা হবে।
এআই ফর মাই ফিউচার উদ্যোগের অংশীদারদের মধ্যে রয়েছে বিজি-বিজি ইনিশিয়েটিভ, এইচআরডি কর্প, ইন্টারন্যাশনাল উইমেনস ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মালয়েশিয়া (আইডব্লিউএফসিআইএম), জবস্ট্রিট বাই সিক, মাইডিজিটাল কর্পোরেশন, এমটিভেট এবং ট্যালেন্টকর্প।
এর আগে, ‘বারসামা মালয়েশিয়া’ উদ্যোগের মাধ্যমে মাইক্রোসফট ইতোমধ্যেই ২০২৩ সালের মধ্যে ১৫ লাখ ৩ হাজার মানুষকে ডিজিটাল দক্ষতা প্রদান করেছে।
ডিবিটেক/বিএমটি