চীনা স্মার্টফোন নির্মাতারা বাজারের বিভিন্ন অংশের জন্য সাব-ব্র্যান্ড চালু করতে পছন্দ করে। যেমন রেডমি, পোকো, আইকু, রিয়েলমি। এবার ভিভো তাদের পরবর্তী সাব-ব্র্যান্ড চালু করার পরিকল্পনা করছে, যার নাম হবে জোভি। খবর জিএসএম এরিনা।
জোভি নামটি অনেকের কাছে পরিচিত মনে হতে পারে, কারণ ভিভো এর আগে তাদের এআই অ্যাসিস্ট্যান্ট এবং কিছু সিস্টেম অ্যাপে এই নাম ব্যবহার করেছে। তবে এবার এটি একটি স্বাধীন স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
এই তথ্য এসেছে জিএসএমএ ডেটাবেস থেকে। সেখানে তিনটি আসন্ন ভিভো ডিভাইসের তথ্য প্রকাশিত হয়েছে, যেগুলো জোভি ব্র্যান্ডের অধীনে থাকবে। এই ডিভাইসগুলোর মধ্যে রয়েছে জোভি ভি৫০, জোভি ভি৫০ লাইট ফাইভজি এবং জোভি ওয়াই৩৯ ফাইভজি।
এখানে একটি আকর্ষণীয় বিষয় হলো, জোভি ভি৫০ এবং ভিভো ভি৫০ একই মডেল নম্বর শেয়ার করছে। একইভাবে, জোভি ভি৫০ লাইট ফাইভজি এবং ভিভো ভি৫০ লাইট ফাইভজিও একই মডেল নম্বর বহন করছে। ধারণা করা হচ্ছে, জোভি ব্র্যান্ডটি মূলত বিদ্যমান ভিভো ডিভাইসগুলোর রিব্র্যান্ডিং হিসেবে বাজারে আসবে এবং এগুলো নির্দিষ্ট কিছু বাজারে পাওয়া যাবে।
ভিভো এখনো জোভি ব্র্যান্ডের অধীনে কোনো স্মার্টফোন আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেনি। সুতরাং ভবিষ্যতে নতুন সাব-ব্র্যান্ডের পরিকল্পনা বাস্তব হবে কিনা সেটি এখন দেখার বিষয়।
ডিবিটেক/বিএমটি