বুধবার দিবাগত রাতে মেটার বিভিন্ন সেবায় বিভ্রাট দেখা দেয়। প্রায় সাড়ে তিন ঘন্টা পর স্বাভাবিক হতে পারে সেবগুলো। এর পরবর্তীতে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি, সোরা, এবং এর ডেভেলপার-ফেসিং এপিআইতে বড় ধরণের বিভ্রাট দেখা দেয়। যদিও ইতিমধ্যেই সেবাটি বিভ্রাট কাটিয়ে স্বাভাবিকভাবে ব্যবহার করা যাচ্ছে। তবে এই দুই বিভ্রাটের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা তা এখনও নিশ্চিত নয়। খবর টেকক্রাঞ্চ।
এই বিভ্রাট একই দিনে ঘটেছে যেদিন ওপেনএআই অ্যাপল আইওএস ১৮.২-তে চ্যাটজিপিটি ইন্টিগ্রেশন চালু করেছে। ধারণা করা হচ্ছে, এই আপডেটের ফলে সার্ভারে অতিরিক্ত ট্রাফিক বেড়ে যাওয়ায় বিভ্রাট হতে পারে। অনেক ব্যবহারকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন যে অ্যাপল ইন্টেলিজেন্সে চ্যাটজিপিটি ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়ছেন।
এছাড়াও, এই সপ্তাহের শুরুতে ওপেনএআই জনসাধারণের জন্য সোরা চালু করে। তবে প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান স্বীকার করেছেন যে ব্যবহারকারীদের বিপুল আগ্রহ পূর্বানুমান করতে না পারায় অনেক ব্যবহারকারী সাইনআপ করার পরেও ভিডিও তৈরি করতে ব্যর্থ হন। উদ্বোধনের দিন অনেকেই একটি বার্তা পান, যেখানে বলা হয় যে ওপেনএআই-এর সার্ভার ক্যাপাসিটি পূর্ণ।
ডিবিটেক/বিএমটি