‘রেডিট আন্সারস’ নামে একটি এআই-চালিত ফিচারের পরীক্ষা শুরু করেছে সোশ্যাল নিউজ এগ্রিগেশন ও সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিট, যা প্ল্যাটফর্মে পোস্ট করা তথ্য বিশ্লেষণ করে ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দেবে। সোমবার এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।
এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা রেডিটে পোস্ট করা তথ্য সহজেই খুঁজে পাবে এবং এটি সার্চ ইঞ্জিন প্রতিদ্বন্দ্বী এবং চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই ও পারপ্লেক্সিটির মতো এআই স্টার্টআপগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে রেডিটকে সহায়তা করবে।
প্রতিষ্ঠানটি জানায়, “একটি প্রশ্ন জিজ্ঞাসা করার পর রেডিটের প্রাসঙ্গিক কথোপকথন এবং বিবরণের উপর ভিত্তি করে সংগৃহীত সংক্ষিপ্তসার প্রদর্শিত হবে, যার সঙ্গে সংশ্লিষ্ট কমিউনিটি এবং পোস্টের লিংকও থাকবে”।
প্রাথমিকভাবে ‘রেডিট আন্সারস’ শুধুমাত্র ইংরেজি ভাষায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সীমিত সংখ্যক ব্যবহারকারীদের জন্য চালু করা হবে। পরবর্তীতে এটি অন্যান্য ভাষা এবং অঞ্চলেও সম্প্রসারিত করা হবে।
২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া তৃতীয় প্রান্তিকে রেডিটের দৈনিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ৪৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৭.২ মিলিয়নে পৌঁছেছে। একই সময়ে প্রতিষ্ঠানটির গ্লোবাল অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার ১৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩.৫৮ ডলার হয়েছে।
ডিবিটেক/বিএমটি