নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রানজিশন টিম গুগল, মেটা, মাইক্রোসফট, স্ন্যাপ এবং টিকটকের মতো পাঁচটি বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে ডিসেম্বরে একটি বৈঠকের পরিকল্পনা করছে। এই বৈঠকে অনলাইনে মাদক বিক্রির সমস্যা সমাধানে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে জানানো হয়েছে। খবর রয়টার্স।
দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের প্রথম মেয়াদের মাদক নীতির প্রধান জিম ক্যারলের প্রতিনিধি এবং ট্রাম্পের ট্রানজিশন টিম বৃহস্পতিবার এই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের ইমেইল পাঠিয়ে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছে।
সূত্র জানিয়েছে, এই বৈঠকে প্রতিষ্ঠানগুলোর অগ্রাধিকারমূলক বিষয় এবং অনলাইনে মাদক বিক্রি রোধে তাদের সম্মুখীন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হবে।
গুগল, মাইক্রোসফট, মেটা, স্ন্যাপ, টিকটক এবং ট্রাম্পের টিমের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ট্রাম্প মেক্সিকোকে ফেন্টানিল প্রবাহ বন্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে বাধ্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া, মাদক চোরাচালান এবং অবৈধ অভিবাসন বন্ধে পদক্ষেপ না নিলে মেক্সিকো এবং কানাডার পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন।
গত নভেম্বর মাসে ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, তিনি যুক্তরাষ্ট্রে ফেন্টানিলের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য একটি বড় পরিসরের প্রচারণা চালাবেন।
এদিকে, মার্চ মাসে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল যে, মার্কিন প্রসিকিউটররা ফেসবুক ও ইনস্টাগ্রামে মাদক বিক্রিতে মেটার ভূমিকা এবং এর মুনাফা নিয়ে তদন্ত করছে।
উল্লেখ্য, জানুয়ারিতে ইবে ৫৯ মিলিয়ন ডলার জরিমানা দিতে সম্মত হয় এবং মার্কিন বিচার বিভাগের অভিযোগ নিষ্পত্তির জন্য তাদের মাদক তৈরির যন্ত্র কেনা-বেচার বিরুদ্ধে নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করে।
ডিবিটেক/বিএমটি