হোয়াটসঅ্যাপ তাদের অ্যান্ড্রয়েড বেটা ব্যবহারকারীদের জন্য একটি নতুন ফিচার চালু করেছে, যা মেসেজ ট্র্যাক করা আরও সহজ করে তুলবে। রিমাইন্ডারস নামে পরিচিত এই ফিচারটি আগে শুধুমাত্র মিস হওয়া স্ট্যাটাস আপডেটের নোটিফিকেশন দিত। নতুন আপডেটের মাধ্যমে এটি মেসেজের জন্যও রিমাইন্ডার দেবে। খবর গ্যাজেটস৩৬০।
অ্যান্ড্রয়েডের জন্য হোয়াটসঅ্যাপ বেটা ২.২৪.২৫.২৯ সংস্করণে আপডেট করার পর, সেটিংস থেকে নোটিফিকেশন ও তারপর রিমাইন্ডারস-এ এই নতুন ফিচার যুক্ত হয়েছে। এই ফিচার চালু করলে, অ্যাপটি নির্দিষ্ট কনট্যাক্ট থেকে মিস হওয়া বার্তার রিমাইন্ডার পাঠাবে।
যারা ইতোমধ্যেই এই বেটা সংস্করণটি ব্যবহার করছেন, তারা ফিচারটি পরীক্ষা করতে পারবেন। তবে, এটি ধীরে ধীরে সকল ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হবে বলে জানা গেছে।
ফিচারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি ব্যবহারকারীদের কাছ থেকে অপ্রয়োজনীয় স্ট্যাটাস আপডেট বা মেসেজ নোটিফিকেশন না পাঠায়। এর পরিবর্তে, এটি শুধুমাত্র গুরুত্বপূর্ণ কনট্যাক্ট থেকে মিস হওয়া বার্তার রিমাইন্ডার পাঠাবে।
ডিবিটেক/বিএমটি