গুগল তাদের পেমেন্ট সার্ভিস ‘গুগল পে’-এর উপর মার্কিন ভোক্তা আর্থিক সুরক্ষা ব্যুরোর (সিএফপিবি) নজরদারি আদেশের বিরুদ্ধে আদালতে মামলা করেছে। শুক্রবার (৬ ডিসেম্বর) গুগল এই পদক্ষেপকে “সরকারি ক্ষমতার অপব্যবহার” বলে উল্লেখ করেছে।
গুগলের মুখপাত্র হোসে কাস্তানেদা বলেছেন, “গুগল পে’র পিয়ার-টু-পিয়ার পেমেন্ট পরিষেবায় কোনো ধরনের ঝুঁকি ছিল না, এবং এটি এখন আর মার্কিন যুক্তরাষ্ট্রে সরবরাহ করা হয় না। এমন পরিস্থিতিতে সিএফপিবির এই সিদ্ধান্ত স্পষ্টতই ক্ষমতার অতিরিক্ত ব্যবহার। তাই আমরা এটি আদালতে চ্যালেঞ্জ করছি”।
সিএফপিবি মার্কিন ভোক্তাদের আর্থিক নিরাপত্তা রক্ষার জন্য কাজ করা একটি সরকারি সংস্থা, সম্প্রতি গুগল পে’র মতো পরিষেবার উপর ফেডারেল নজরদারির নির্দেশ দেয়। সংস্থাটি বলে, প্রযুক্তি কোম্পানিগুলো ভোক্তাদের আর্থিক লেনদেন পরিচালনা করছে, যা সম্ভাব্য ঝুঁকি তৈরি করতে পারে।
গুগলের এই মামলা মার্কিন প্রযুক্তি খাতের বিরুদ্ধে সরকারি নিয়ন্ত্রক সংস্থাগুলোর ভূমিকা এবং ক্ষমতা নিয়ে বিতর্ককে আরও উসকে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আদালতের রায় কীভাবে এই বিতর্ককে প্রভাবিত করবে, তা এখন দেখার বিষয়।
ডিবিটেক/বিএমটি