জিমেইল অ্যাপে স্মার্টফোন ব্যবহারকারীদের ইমেইল প্রাপকদের তালিকা ব্যবস্থাপনার প্রক্রিয়া আরও সহজ করতে নতুন একটি সুবিধা যুক্ত করেছে গুগল। এই নতুন সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা ইমেইল পাঠানোর সময় প্রাপকদের নাম তালিকা ‘টু’, ‘সিসি’ ও ‘বিসিসি’ অপশনগুলোর মধ্যে সহজেই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে স্থানান্তর করতে পারবেন। খবর অ্যান্ড্রয়েড পুলিশ।
সুবিধাটি বিশেষত উপকারী হবে, কারণ ইমেইলে অনেক প্রাপকের নাম যুক্ত করার সময় প্রায়ই ভুল অপশনে নাম যুক্ত হয়ে যায়। এতে প্রাতিষ্ঠানিক ইমেইল পাঠানোর ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। নতুন ড্র্যাগ অ্যান্ড ড্রপ পদ্ধতি ব্যবহার করে ভুল অপশনে থাকা নামটি সহজেই সঠিক অপশনে সরানো যাবে।
গুগল জানিয়েছে, জিমেইলের ওয়েব সংস্করণে আগে থেকেই থাকা এই সুবিধা এবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে আনা হয়েছে। তবে আপাতত এটি কেবল গুগল ওয়ান এআই প্রিমিয়াম প্ল্যান, এন্টারপ্রাইজ এবং শিক্ষাক্ষেত্র সংশ্লিষ্ট ব্যবহারকারীদের জন্যই উন্মুক্ত করা হয়েছে।
ডিবিটেক/বিএমটি