টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক ৫৬ বিলিয়ন ডলারের প্যাকেজ পাওয়ার অধিকারী নন বলে রায় দিয়েছেন ডেলাওয়্যারের একজন বিচারক। যদিও টেসলার শেয়ারহোল্ডাররা জুন মাসে এটি পুনর্বহাল করার পক্ষে ভোট দিয়েছিলেন। খবর রয়টার্স।
চ্যান্সেলর ক্যাথলিন ম্যাককরমিক জানিয়েছেন, টেসলার বোর্ড নতুন ভোট দিয়ে মাস্কের বেতন প্যাকেজ পুনরুদ্ধারের চেষ্টা করতে পারে না। বিচারক বলেন, “পরাজিত পক্ষদের নতুন তথ্য তৈরি করে রায় সংশোধনের অনুমতি দেওয়া হলে মামলা অন্তহীন হয়ে যাবে”।
টেসলা জানিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। ইলন মাস্ক তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেছেন, “বিচারক নয়, শেয়ারহোল্ডারদেরকেই কোম্পানির ভোট নিয়ন্ত্রণ করা উচিত”।
২০১৮ সালের এই প্যাকেজে মাস্ককে টেসলার পারফরম্যান্স লক্ষ্য পূরণ করলে স্টক অপশন দেওয়া হতো। সেই সময় প্যাকেজটির মূল্য ৫৬ বিলিয়ন ডলার হলেও বর্তমানে এটি ১০১ বিলিয়ন ডলার মূল্যমানের বলে জানা গেছে।
বিচারক জানিয়েছেন, টেসলা শেয়ারহোল্ডারদের ভোটের সময় প্রক্সি স্টেটমেন্টে বিভ্রান্তিকর তথ্য দিয়েছিল, যা এই প্যাকেজকে বৈধ করার জন্য যথেষ্ট নয়।
অন্যদিকে, মামলার আবেদনকারী পক্ষের আইনজীবীরা বলেছেন, তারা এই রায়ে সন্তুষ্ট এবং যদি মাস্ক ও টেসলা আপিল করে, তবে আদালতের রায়কে বহাল রাখতে প্রস্তুত।
এদিকে, বিচারক টেসলাকে মামলার আইনজীবীদের ৩৪৫ মিলিয়ন ডলার পরিশোধের নির্দেশ দিয়েছেন, যা সিকিউরিটিজ মামলায় অন্যতম বৃহত্তম ফি হিসেবে বিবেচিত হচ্ছে।
টেসলার শেয়ারহোল্ডারদের অনেকে মনে করছেন, এই বেতন প্যাকেজ বাতিল করা হলে মাস্ক টেসলা থেকে চলে যেতে পারেন বা অন্য প্রকল্পে মনোনিবেশ করতে পারেন। সেক্ষেত্রে কোম্পানির ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়তে পারে।
এই আইনি লড়াই টেসলার ভবিষ্যৎ নেতৃত্ব এবং মাস্কের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
ডিবিটেক/বিএমটি