ভারতের মণিপুর রাজ্যে মোবাইল ইন্টারনেট পরিষেবা এখনই চালু হচ্ছে না। রাজ্য সরকার রবিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইন্টারনেট বন্ধের মেয়াদ আরও দুই দিন বাড়ানো হয়েছে। ফলে আগামী বুধবার (৩ ডিসেম্বর) পর্যন্ত ইন্টারনেট পরিষেবা স্থগিত থাকবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মণিপুরের ৯টি জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে। জেলাগুলো হলো পশ্চিম ইম্ফল, পূর্ব ইম্ফল, কাকচিং, বিষ্ণুপুর, থৌবাল, চুরাচাঁদপুর, কাংপোকপি, ফেরজাওল এবং জিরিবাম। এই পরিষেবা সোমবার বিকেল ৫টা ১৫ পর্যন্ত বন্ধ থাকবে।
এর আগে, রবিবার থেকে মোবাইল ইন্টারনেট চালু হওয়ার কথা থাকলেও সেই নির্দেশ বাতিল করে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যটির সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ১৬ নভেম্বর থেকেই এই জেলাগুলোতে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে।
দীর্ঘ সংঘাতের প্রেক্ষাপট
মণিপুরে চলমান উত্তেজনার মূল কারণ মেইতেই এবং কুকি-জো সম্প্রদায়ের মধ্যে সংঘাত, যা গত মে মাস থেকে শুরু হয়েছে। এই সংঘাতের কারণে এ পর্যন্ত ২৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং অনেকেই ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।
সাম্প্রতিক সময়ে জিরিবামে কুকি এবং সিআরপিএফ জওয়ানদের মধ্যে সংঘর্ষ নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, সংঘর্ষের সময় একদল কুকি মেইতেই সম্প্রদায়ের তিন নারী ও তিন শিশুকে অপহরণ করে। কয়েক দিন পরে তাদের দেহ নদীতে ভেসে ওঠে, যা রাজ্যজুড়ে ক্ষোভ উসকে দেয়।
বিক্ষোভ এবং কারফিউ
অপহরণের ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়। বিক্ষুব্ধ জনতা বিধায়ক এবং মন্ত্রীর বাড়িতে হামলা চালায়। মুখ্যমন্ত্রী এন. বীরেন সিংহের বাড়িতেও হামলার চেষ্টা হয়, যদিও তিনি তখন বাড়িতে ছিলেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যের পাঁচ জেলায় কারফিউ জারি করা হয়।
১৯ নভেম্বর পরিস্থিতি কিছুটা শান্ত হলে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়, তবে মোবাইল ইন্টারনেট পরিষেবা এখনো বন্ধ রাখা হয়েছে। মণিপুরের এই সংঘাতময় পরিস্থিতিতে ইন্টারনেট বন্ধের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তে সাধারণ মানুষকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানা গেছে।
ডিবিটেক/বিএমটি