স্মার্টফোন নির্মাতা নাথিং ইতোমধ্যে পাঁচটি স্মার্টফোন বাজারে এনেছে, যার মধ্যে একটি সিএমএফ লাইনআপের অংশ। এবার জানা যাচ্ছে, ব্র্যান্ডটি তিনটি নতুন স্মার্টফোন উন্নয়নে কাজ করছে, যা ২০২৫ সালের প্রথমার্ধে বাজারে আসবে। খবর জিএসএম এরিনা।
সূত্রটি ফোনগুলোর নির্দিষ্ট বিবরণ প্রকাশ না করলেও, এই তিনটির মধ্যে একটি হতে পারে বহুল আলোচিত নাথিং ফোন (৩), যা সম্প্রতি গিকবেঞ্চে দেখা গিয়েছে। ফোনটির মডেল কোড নাথিং এ০৫৯ এবং এতে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ এসওসি চিপসেট ব্যবহার করা হবে। ফোনটিতে থাকবে ৮ জিবি র্যাম ও অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম। ফোনটি গিকবেঞ্চে সিঙ্গেল-কোরে ১,১৪৯ এবং মাল্টি-কোরে ২,৮১৩ স্কোর করেছে।
নাথিং ফোন (২এ প্লাস)-এর সাফল্য
নাথিংয়ের সর্বশেষ বাজারে আনা ফোন ছিল নাথিং ফোন (২এ প্লাস)। বিক্রি শুরুর ১৫ মিনিটের মধ্যে ফোনটির স্টক শেষ হয়ে যায় ও পরে লন্ডনে সীমিত পরিমাণে এটি পাওয়া যায়।
ডিবিটেক/বিএমটি