রোমানিয়ার টেলিকম নিয়ন্ত্রক সংস্থার উপপ্রধান বৃহস্পতিবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক সাময়িক স্থগিতের প্রক্রিয়া শুরু করবেন। রোববারের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপে টিকটকের ভূমিকা নিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। খবর রয়টার্স।
সংবাদমাধ্যম প্রফিট.রো-কে দেয়া এক বিবৃতিতে পাভেল পোপেস্কু বলেন, “নির্বাচনী প্রক্রিয়া নিয়ে ম্যানিপুলেশন সংক্রান্ত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ২৮ নভেম্বর থেকে রোমানিয়ায় টিকটক স্থগিত রাখার আহ্বান জানাচ্ছি। আমি আগামীকাল থেকে এই প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করবো।”
টিকটকের ভূমিকা নিয়ে তদন্তের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে, এটি নিয়ে রোমানিয়ার রাষ্ট্র ও বিভিন্ন সংস্থা নজরদারি চালাচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ দেশটির নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।
ডিবিটেক/বিএমটি