টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক আবারও ইন্টারনেট মাতিয়ে দিয়েছেন। তার এক্স (পূর্বে টুইটার) প্রোফাইলে ভেরিফিকেশন তারিখ দেখাচ্ছে খ্রিস্টপূর্ব ৩০০০ বছর থেকে। এই বিষয়টি নিয়ে তিনি মজার ছলে দাবি করেছেন, “আমি টাইম-ট্রাভেলিং ভ্যাম্পায়ার এলিয়েন!” খবর গ্যাজেটনাউ।
এক্স ব্যবহারকারী ডোজডিজাইনার একটি পোস্টে লিখেছেন, “ইলন মাস্কের প্রোফাইলে বলা হয়েছে তিনি খ্রিস্টপূর্ব ৩০০০ সাল থেকে ভেরিফায়েড। গতকাল তিনি লিখেছেন যে তিনি টাইম-ট্রাভেলিং ভ্যাম্পায়ার এলিয়েন।” মাস্ক উত্তর দিয়ে মজা করে বলেছেন, “এটি প্রমাণ করে যে আমি ৫০০০ বছর ধরে বেঁচে আছি। তবে আমার বয়সের তুলনায় আমি দেখতে অনেক কম বয়সী।”
মাস্কের এই ধরনের মজার মন্তব্য এবং অসাধারণ সম্পদ বৃদ্ধি তাকে আরও বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
ফোর্বস-এর রিপোর্ট অনুযায়ী, মাস্কের সম্পদ এখন ৩৩৪.৩ বিলিয়ন ডলার, যা ইতিহাসে কোনো ব্যক্তির সর্বোচ্চ সম্পদ। সম্প্রতি টেসলার শেয়ারমূল্য বৃদ্ধির পর তার সম্পদ ব্যাপকভাবে বেড়েছে।
মাস্ক বর্তমানে সদ্য গঠিত ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন।
ডিবিটেক/বিএমটি