পেশাদারদের জন্য জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইন তাদের অডিও-স্ট্রিমিং ফিচার ‘অডিও ইভেন্টস’ বন্ধ করার ঘোষণা দিয়েছে। খবর ম্যাশেবল।
এক আপডেটে লিংকডইন জানিয়েছে, অডিও ইভেন্টস ফিচারটি লিংকডইন লাইভের সঙ্গে একীভূত করা হবে, যা কার্যত অডিও-স্ট্রিমিং সেবার সমাপ্তি ঘটাবে।
লিংকডইন জানিয়েছে, ২ ডিসেম্বর থেকে নতুন কোনো অডিও ইভেন্ট শিডিউল করা যাবে না। তবে ৩১ ডিসেম্বরের আগে নির্ধারিত ইভেন্টগুলো যথারীতি অনুষ্ঠিত হবে। ১৫ ডিসেম্বরের মধ্যে পূর্ব নির্ধারিত ইভেন্টগুলোর সময়সূচি পুনঃনির্ধারণ করতে হবে, কারণ এই বছরের পরে অডিও ইভেন্ট ফিচার সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে।
২০২২ সালে চালু হওয়া অডিও ইভেন্টস ফিচারটি লিংকডইনের উদ্দেশ্য ছিল টুইটারের ‘স্পেসেস’ বা ক্লাবহাউস অ্যাপের মতো জনপ্রিয় অডিও-স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মতো সেবা প্রদান করা। কোভিড-১৯ মহামারির সময় এ ধরনের অডিও-স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ক্লাবহাউস একসময় ১ বিলিয়ন ডলারের বাজারমূল্য অর্জন করেছিল।
তবে মহামারির পর লকডাউন উঠে যাওয়ার সাথে সাথে এবং টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর অডিও-স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর জনপ্রিয়তা কমতে শুরু করে। ২০২৩ সালের মধ্যে ক্লাবহাউস তাদের অর্ধেক কর্মী ছাঁটাই করতে বাধ্য হয়।
লিংকডইন জানিয়েছে, তারা অডিও ইভেন্টস ফিচারকে লিংকডইন লাইভের সঙ্গে একীভূত করছে। তবে লিংকডইন লাইভ ব্যবহার করতে হলে তৃতীয় পক্ষের স্ট্রিমিং পরিষেবা ব্যবহার করতে হবে। ফলে অডিও ইভেন্টস ফিচার বন্ধের সাথে লিংকডইন তাদের নেটিভ স্ট্রিমিং সেবাও সমাপ্ত করছে।
এই পরিবর্তনের ফলে লিংকডইন লাইভ এখন থেকে প্ল্যাটফর্মটির একমাত্র লাইভ-স্ট্রিমিং সেবা হিসেবে কার্যকর হবে।
ডিবিটেক/বিএমটি