যুক্তরাষ্ট্র সরকার ইন্টেল কর্পোরেশনের জন্য প্রাথমিকভাবে ঘোষণা করা সাড়ে ৮ বিলিয়ন ডলারের ফেডারেল চিপ অনুদান কমিয়ে ৮ বিলিয়নের ডলারে নিচে নামানোর পরিকল্পনা করছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। খবর রয়টার্স।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, এই পরিবর্তনটি ইন্টেলকে পেন্টাগনের জন্য চিপ তৈরির জন্য দেওয়া ৩ বিলিয়নের একটি চুক্তির কথা মাথায় রেখে করা হয়েছে।
চলতি বছরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ঘোষণা করেছিল, তারা ইন্টেলকে প্রায় ২০ বিলিয়ন ডলার অনুদান ও ঋণ দেবে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন বাড়ানোর লক্ষে ইন্টেলের কারখানাগুলোতে বড় আকারে বিনিয়োগ করা হবে।
প্রাথমিক চুক্তির আওতায় ইন্টেলকে অ্যারিজোনায় সাড়ে ৮ বিলিয়ন ডলার অনুদান এবং ১১ বিলিয়ন ডলার পর্যন্ত ঋণ দেওয়ার কথা ছিল। এর মধ্যে কিছু অর্থ ব্যবহার হবে দুটি নতুন কারখানা নির্মাণ ও একটি বিদ্যমান কারখানাকে আধুনিকায়ন করার জন্য।
ডিবিটেক/বিএমটি