ভারতের প্রতিযোগিতা কমিশন (সিসিআই) অ্যাপল ইনকর্পোরেটেডের আবেদন প্রত্যাখ্যান করেছে। অ্যাপল তাদের বিরুদ্ধে প্রতিযোগিতা আইন লঙ্ঘনের যে প্রমাণ পাওয়া গেছে সেই তদন্ত প্রতিবেদন স্থগিত রাখার আবেদন করেছিলো। কিন্তু সিসিআই-এর অভ্যন্তরীণ নির্দেশ অনুযায়ী, তদন্ত প্রক্রিয়া চলমান থাকবে বলে জানা গেছে। খবর রয়টার্স।
২০২১ সালে শুরু হওয়া এই মামলার অভিযোগে বলা হয়েছিলো, অ্যাপল তার আইওএস অপারেটিং সিস্টেমের জন্য অ্যাপ স্টোরের উপর আধিপত্য বিস্তার করে অ্যাপ ডেভেলপার, ব্যবহারকারী এবং অন্যান্য পেমেন্ট প্রসেসরদের ক্ষতি করেছে।
আগস্ট মাসে সিসিআই তদন্ত প্রতিবেদনগুলো প্রত্যাহার করেছিল, কারণ অ্যাপল অভিযোগ করেছিল যে তাদের ব্যবসায়িক গোপন তথ্য প্রতিযোগীদের প্রকাশ করা হয়েছে। পরবর্তীতে সিসিআই নতুন প্রতিবেদন প্রকাশ করে।
নভেম্বরে অ্যাপল জানিয়েছিল, মূল অভিযোগকারী সংস্থা টুগেদার উই ফাইট সোসাইটি (টিডব্লিউএফএস) পুরাতন প্রতিবেদন ধ্বংস করার নির্দেশ মানেনি। অ্যাপল দাবি করেছিল, সিসিআই যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং নতুন প্রতিবেদন স্থগিত করে।
সিসিআই-এর অভ্যন্তরীণ নির্দেশে জানানো হয়েছে, অ্যাপলের এই আবেদন “অযৌক্তিক” বলে বিবেচিত হয়েছে।
অ্যাপল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে যে তারা ভারতের বাজারে ছোট খেলোয়াড়, যেখানে গুগলের অ্যান্ড্রয়েড সিস্টেম ফোনগুলোতে আধিপত্য রয়েছে।
সিসিআই অ্যাপলকে নির্দেশ দিয়েছে, ২০২১-২২, ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী জমা দিতে, যা সম্ভাব্য আর্থিক জরিমানার নির্ধারণে কাজে লাগানো হবে।
সিসিআই শিগগিরই তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করবে এবং মামলার চূড়ান্ত রায় দেবে বলে জানা গেছে।
ডিবিটেক/বিএমটি