সাম্প্রতিক মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ক্রিপ্টোকারেন্সির বাজার আকাশচুম্বি। জনপ্রিয় ক্রিপ্টো কয়েনগুলোর প্রায় প্রতিটির দামই উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিটকয়েন।
গত শুক্রবার বিটকয়েনের দাম বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ৯৯ হাজার ৩৮৩ ডলারে পৌঁছায়। যদিও পরে কিছুটা কমে ৯৮ হাজার থেকে ৯৯ হাজার ডলারের মধ্যেই কেনাবেচনা হচ্ছে জনপ্রিয় এই ক্রিপ্টোকারেন্সিটি।
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রকাশের দিনই (৬ নভেম্বর) প্রথমবারের মতো বিটকয়েনের দাম ৭৫ হাজার ডলার ছাড়িয়ে যায়।
ক্রিপ্টোকারেন্সি ট্র্যাকিং প্ল্যাটফর্ম কয়েনগেকো’র দেওয়া তথ্য অনুযায়ী শনিবার দাম ৯৮ হাজার ৫৮৩ ডলারে পৌঁছায়। অর্থাৎ, গত দু’সপ্তাহে বিটকয়েনের দাম বৃদ্ধি পেয়েছে ২৩ হাজার ডলারেরও বেশি।
ডিবিটেক/বিএমটি