প্রথমবারের মতো বিটকয়েনের মূল্য ৯৫ হাজার ডলার অতিক্রম করেছে, যা ক্রিপ্টো মার্কেটে আরেকটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই ক্রিপ্টোকারেন্সির প্রতি বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। খবর রয়টার্স।
খবরে বলা হয়, এশিয়ান লেনদেনে বিটকয়েন ৯৫ হাজার ৪০ ডলারে পৌঁছানোর মধ্য দিয়ে নতুন এই রেকর্ড সৃষ্টি হয়েছে। চলতি বছরে বিটকয়েনের মূল্য দ্বিগুণ হয়েছে এবং মার্কিন নির্বাচনের পর মাত্র দুই সপ্তাহে এটি ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
মূলত, ট্রাম্প তার প্রচারণার সময় ক্রিপ্টো এবং ব্লকচেইন প্রযুক্তিকে সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রকে “ক্রিপ্টো রাজধানী” হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। এমনকি জাতীয় স্তরে বিটকয়েন মজুদ করার পরিকল্পনার কথাও জানান তিনি। এর পরই ট্রাম্প নির্বাচিত হওয়ার সম্ভাবনা দেখা দিলে ও নির্বাচন হওয়ার পরই বিটকয়েনের দাম হু হু করে বাড়তে থাকে।
নির্বাচনের পর মার্কিন বিটকয়েন-ভিত্তিক এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে (ইটিএফ) ৪ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ এসেছে। ব্ল্যাকরকের ইটিএফের ট্রেডিং অপশনগুলোও ভালো সাড়া পেয়েছে। একই সঙ্গে অন্যান্য ক্রিপ্টোকারেন্সি কোম্পানিগুলোর শেয়ারেও উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে। বিটকয়েন মাইনিং কোম্পানি এমএআরএ হোল্ডিংসের শেয়ার প্রায় ১৪ শতাংশ বেড়েছে, এবং বিটকয়েনে বিনিয়োগকারী প্রতিষ্ঠান মাইক্রোস্ট্র্যাটেজির বাজারমূল্য ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।
বিশ্লেষকদের মতে, বিটকয়েনের এই ঊর্ধ্বগতি বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করছে। এ বছরই বিটকয়েনের দর এক লাখ ডলারে উন্নীত হওয়ার সম্ভাবনাও দেখছেন অনেকেই।
ডিবিটেক/বিএমটি