আগামী ২৫ নভেম্বর চীনে আনুষ্ঠানিকভাবে উন্মোচন হতে যাচ্ছে অপো রেনো ১৩ সিরিজ। কোম্পানিটি ইতিমধ্যেই এই সিরিজের ডিজাইন, র্যাম এবং স্টোরেজ কনফিগারেশনসহ বেশকিছু তথ্য প্রকাশ করেছে। রেনো ১৩ সিরিজে থাকবে দুটি মডেল- বেস মডেল এবং প্রো ভ্যারিয়েন্ট, যা রেনো ১২ এবং রেনো ১২ প্রো-এর উত্তরসূরি হবে। খবর গ্যাজেট৩৬০।
অপোর তথ্যমতে, ২৫ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় রেনো ১৩ সিরিজ চীনে উন্মোচিত হবে। ফোনগুলোর কালার ভেরিয়েন্টের তথ্য প্রকাশ না করলেও জানা গেছে, অন্যান্য রঙের পাশাপাশি বাটারফ্লাই পার্পল রঙেও পাওয়া যাবে। এছাড়া একই অনুষ্ঠানে অপো প্যাড ৩ এবং অপো এনকো আর৩ প্রো টিডব্লিউএস ইয়ারফোনও উন্মোচন করা হবে।
ইতিমধ্যে অপোর চীন ই-স্টোরে রেনো ১৩ মডেলের জন্য পাঁচটি র্যাম এবং স্টোরেজ কনফিগারেশন তালিকাভুক্ত করা হয়েছে। ১২ জিবি র্যামের সাথে ২৫৬ ও ৫১২ জিবি মেমরি এবং ১৬ জিবি র্যামের সাথে ২৫৬, ৫১২ এবং ১ টেরাবাইট মেমরির সংস্করণে ফোনগুলো কেনা যাবে।
চীনের পর অন্যান্য বৈশ্বির বাজারে ফোনটি জানুয়ারির প্রথমদিকে উন্মোচন করা হবে বলে জানা গেছে।
রেনো ১৩ এবং রেনো ১৩ প্রো উভয় মডেলেই মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩০০ চিপসেট থাকতে পারে। তবে, রেনো ১৩ প্রো মডেলে এখনো প্রকাশ না হওয়া ডাইমেনসিটি ৮৩৫০ চিপসেট থাকার সম্ভাবনার কথাও উঠে এসেছে।
গিকবেঞ্চে পিকেকে১১০ মডেল নম্বরের একটি অপো হ্যান্ডসেট দেখা গেছে, যা রেনো ১৩ প্রো-এর চীনা সংস্করণ হতে পারে। এতে ডাইমেনসিটি ৮৩০০ এসওসি, ১৬জিবি র্যাম এবং অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।
অপো রেনো ১৩ সিরিজের এই নতুন ডিভাইসগুলো উন্নত পারফরম্যান্স এবং বৃহৎ স্টোরেজ কনফিগারেশনের জন্য ব্যবহারকারীদের কাছে আকর্ষণীয় হবে বলে আশা করছেন বাজার বিশ্লেষকরা।
ডিবিটেক/বিএমটি