টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ও স্পেসএক্সের মালিক ইলন মাস্কের বিরুদ্ধে ডোজকয়েন কারসাজি করার অভিযোগে দায়ের করা মামলার নিষ্পত্তি ঘটেছে। যারা মাস্ক এবং তার কোম্পানি টেসলার বিরুদ্ধে জালিয়াতি এবং অভ্যন্তরীণ লেনদেনের অভিযোগ এনেছিলেন, সেইসব ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগকারীরা আগস্ট ২৯-এ মামলার খারিজ হওয়ার পর আপিল প্রত্যাহার করে নিয়েছেন। তারা মাস্কের আইনজীবীদের বিরুদ্ধে অভিযোগও প্রত্যাহার করেছেন, যেখানে তাদের দাবি ছিলো আইনজীবীরা আপিলে হস্তক্ষেপ করেছেন এবং মোটা অংকের আইনজীবী ফি আদায় করেছেন। খবর রয়টার্স।
অন্যদিকে, মাস্ক এবং টেসলা বিনিয়োগকারীদের আইনজীবীদের বিরুদ্ধে “অযৌক্তিক” এবং “অপরিবর্তনীয়” আইনি তত্ত্ব দিয়ে মামলা চালানোর অভিযোগে শাস্তিমূলক পদক্ষেপ চাওয়ার আবেদনও প্রত্যাহার করেছেন।
বৃহস্পতিবার রাতে ম্যানহাটনের ফেডারেল কোর্টে মামলার আপিল এবং উভয় পক্ষের অভিযোগ প্রত্যাহারের শর্ত জমা দেওয়া হয়। এটি মার্কিন জেলা বিচারক অ্যালভিন হেলারস্টেইনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
বিনিয়োগকারীরা মাস্কের টুইটার পোস্ট, এনবিসি’র স্যাটারডে নাইট লাইভ-এ উপস্থিতি এবং অন্যান্য কর্মকাণ্ডের মাধ্যমে ডোজকয়েন লেনদেনে কারসাজি করার অভিযোগ এনেছিলেন। তবে, আগস্টে মামলার খারিজের সময় বিচারক হেলারস্টেইন বলেন, “যুক্তিসঙ্গত বিনিয়োগকারীরা” মাস্কের টুইটের উপর নির্ভর করে প্রতারণার প্রমাণ দিতে পারেননি।
বিনিয়োগকারীরা শুরুতে ২৫৮ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছিলেন এবং গত দুই বছরে মামলার অভিযোগ চারবার সংশোধন করেন।
ইলন মাস্ক ২০২২ সালে টুইটার কিনে নাম পরিবর্তন করে এক্স রাখেন। এদিকে, সম্প্রতি প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প মাস্ককে নতুন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিশিয়েন্সির নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচিত করেছেন, যার সংক্ষিপ্ত রূপ ডোজকয়েনের নামের সাথে মিল রয়েছে।
ডিবিটেক/বিএমটি