শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রে হাজার হাজার ব্যবহারকারী নেটফ্লিক্স প্ল্যাটফর্ম ব্যবহারে সমস্যার মুখোমুখি হয়েছেন বলে জানিয়েছে আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর। খবর রয়টার্স।
খবরে বলা হয়, জেক পল এবং মাইক টাইসনের বহুল প্রতীক্ষিত বক্সিং ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখার জন্য দর্শকরা যুক্ত হওয়ার সময় এই সমস্যা শুরু হয়। ডাউনডিটেক্টরের তথ্যমতে, রাত ১০:৩৫ (স্থানীয় সময়) পর্যন্ত সমস্যাটি নিয়ে অভিযোগের সংখ্যা ছিলো ৮৫ হাজার ২১টি।
প্রতিবেদন অনুযায়ী, প্রধানত নিউইয়র্ক, সিয়াটেল এবং লস অ্যাঞ্জেলসের মতো বড় শহরের ব্যবহারকারীরা এই সমস্যায় পড়েছেন। এছাড়া অন্যান্য কিছু এলাকা থেকেও বিচ্ছিন্নভাবে সমস্যার খবর পাওয়া গেছে।
রয়টার্সের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানতে চাইলে নেটফ্লিক্স তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, অতিরিক্ত ব্যবহারকারীর চাপে এর আগেও নেটফ্লিক্স লাইভ বা অত্যন্ত জনপ্রিয় ইভেন্টের সময় এমন সমস্যার মুখোমুখি হয়েছে। গত বছর এপ্রিলেও, ডেটিং রিয়েলিটি শো লাভ ইজ ব্লাইন্ড-এর লাইভ স্ট্রিমিংয়ের সময় একই রকমের একটি সমস্যা দেখা দেয়।
ডিবিটেক/বিএমটি