ইলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এর নুতন প্রধান অর্থনৈতিক কর্মকর্তা (সিএফও) হিসেবে যোগ দিলেন সাবেক নির্বাহী মাহমুদ রেজা বাঙ্কি। ইলন মাস্ক যেহেতু তার কোম্পানির ব্যবসায়িক কর্মকাণ্ডের দিকে মনযোগ কমিয়ে রাজনৈতিক ভূমিকা রাখতে যাচ্ছে তাই এটি এক্সের জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়োগ। খবর রয়টার্স।
বাঙ্কির লিংকডইন পেজ থেকে জানা গেছে, তিনি নভেম্বরে এক্সে যোগ দিয়েছেন। এর আগে তিনি ২০১৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত স্ট্রিমিং প্ল্যাটফর্ম টিউবিতে সিএফও হিসেবে কাজ করেছিলেন।
এ বিষয়ে এক্স এবং বাঙ্কি এখনো রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে এক্স বিজ্ঞাপনদাতাদের আকর্ষণ করতে মেটা প্ল্যাটফর্মের মতো বড় প্রতিদ্বন্দ্বীদের প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে।
বাঙ্কির মাধ্যমে প্ল্যাটফর্মটি ভিডিও কনটেন্টে নজর বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ডিবিটেক/বিএমটি