মার্কিন ধনকুবের ইলন মাস্ককে সরকারে জায়গা দিতে আলাদা দপ্তর খুলতে যাচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগেই অবশ্য পরামর্শক হিসেবে মাস্ককে নিয়োগের কথা জানা গিয়েছিলো।
এবারের নির্বাচনে ট্রাম্পকে শুধু প্রকাশ্য সমর্থনই জানাননি মাস্ক, তার হয়ে প্রচারণায় প্রায় বছরখানেক সময় দিয়েছেন। এমনকি ট্রাম্পকে ভোট দিলে লটারির মাধ্যমে ভোটারদের ১০ লাখ ডলার করে পুরস্কারও বিলিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। এসবেরই পুরস্কার হিসেবে পেয়ে গেলেন নবনির্বাচিত প্রেসিডেন্টের সরকারে আস্ত এক মন্ত্রণালয়।
ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামের এ মন্ত্রণালয়ে মাস্কের পাশাপাশি নেতৃত্ব দেবেন বেসরকারি খাতে সুপরিচিত আরেক নেতা, সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামাস্বোয়ামি। ট্রাম্প জানিয়েছেন, প্রচলিত নিয়মে সরকারের আওতার বাইরের বিষয়গুলো দেখবে নতুন এ মন্ত্রণালয়।
ডিবিটেক/বিএমটি