ধ্বসে পড়া ক্রিপ্টোকারেন্সি কোম্পানি এফটিএক্স অপর ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বাইন্যান্স এবং এর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা চাংপেং ঝাওয়ের বিরুদ্ধে মামলা করেছে। এফটিএক্স ব্যবস্থাপনা কর্তৃক অবৈধভাবে ১.৮ বিলিয়ন ডলার বাইন্যান্স ও এর নির্বাহীদের কাছে ট্রান্সফার করার অভিযোগে এই মামলা করা হয়েছে। খবর রয়টার্স।
খবরে বলা হয়, বাইন্যান্সের শেয়ার এফটিএক্সের স্যাম ব্যাংকম্যান ফ্রায়েডের কাছে বিক্রি করা হয় যা ২০১৯ সালে অধিগ্রহণ করা হয়। পরবর্তীতে ২০২১ সালের জুলাইয়ে শেয়ার ফেরত নেয়ার বিষয়ে সমঝোতা চালানোর চেষ্টা করা হয়।
মামলার নথি অনুসারে, এফটিএক্সের আলামেডা রিসার্চ ডিভিশন সরাসরি পুনরায় শেয়ার কিনতে টোকেনের মাধ্যমে বিনিয়োগ করে। ঐ সময়ে যার মূল্য ছিলো ১.৭৬ বিলিয়ন ডলার। তবে সেই সময়ের পর্যাপ্ত ফান্ড না থাকায় পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হয়নি।
মামলার বিষয়ে বাইন্যান্সের একজন মুখপাত্র বলেন, অভিযোগটি ভিত্তিহীন এবং আমরা বিষয়টি প্রতিরোধ করবো।
২০২২ সালে দেওলিয়া হওয়ার আগে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠান ছিলো এফটিএক্স।
ডিবিটেক/বিএমটি