কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক কোম্পানি ওপেনএআই ইন্টারনেটের অন্যতম পুরোনো এবং পরিচিত ডোমেইন ‘চ্যাট ডটকম’ অধিগ্রহণ করেছে। এটি কোম্পানির জন্য অনেক বড় পদক্ষেপ। আজ থেকে যেকেউ ব্রাউজারে ‘chat.com’ টাইপ করলে তা সরাসরি এআই চ্যাটবট চ্যাটজিপিটির কাছে নিয়ে যাবে।
ডোমেইনটির কিনে নেয়ার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ঘোষনা দিয়েছেন ওপেনএআই এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। যদিও এই ডোমেইনটি কিনতে কোম্পানি কত অর্থ ব্যয় করেছে তা জানায়নি ওপেনএআই।
ধারণা করা হচ্ছে, ডোমেইনটির মালিক চুক্তির অংশ হিসেবে ওপেনএআই এর কিছু শেয়ার পেয়েছেন। যদিও বিষয়টি এখনও গোপন।
ডিবিটেক/বিএমটি