জনপ্রিয় ওয়েব ব্রাউজার মোজিলা ফায়ারফক্সের মূল কোম্পানি মোজিলা ফাউন্ডেশন তাদের অ্যাডভোকেসি ও গ্লোবাল প্রোগ্রামস বিভাগের ৩০ শতাংশ কর্মী ছাঁটাই করেছে। খবর টেকক্রাঞ্চ।
খবরে বলা হয়, মোজিলা ফাউন্ডেশন ‘ইন্টারনেটের পরিবেশ ভালো রাখার’ জন্য কাজ করার বলে বর্ণনা করে। এটি স্বাধীন ও উন্মুক্ত ওয়েবের জন্য কাজ করে। তবে অ্যাডভোকেসি ও গ্লোবাল প্রোগ্রামস বিভাগের বিলুপ্তির ফলে ভবিষ্যতে প্রতিষ্ঠানটির এই ধরনের কাজ কমে যেতে পারে।
মোজিলা ফাউন্ডেশনের কমিউনিকেশনস প্রধান ব্র্যান্ডন বর্ম্যান বলেন ‘একটি মুক্ত এবং স্বাধীন ইন্টারনেটের পক্ষে লড়াই করা আমাদের মিশনের মূল উদ্দেশ্য থাকবে এবং অ্যাডভোকেসি সেই কাজে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে অব্যাহত থাকবে। আমরা যেভাবে এই কাজটি চালিয়ে যাব তা নিয়ে পুনর্বিবেচনা করছি কিন্তু এটি থামাচ্ছি না।
তবে ঠিক কতজন কর্মী ছাঁটাই হয়েছেন তা নিশ্চিত করতে করেননি তিনি। তবে এটি ‘বর্তমান দলের প্রায় ৩০ শতাংশ’ বলে তিনি জানান।
এটি এই বছরের মোজিলার দ্বিতীয় দফার ছাঁটাই। গত ফেব্রুয়ারিতে মোজিলা করপোরেশন প্রায় ৬০ জন কর্মী ছাঁটাই করেছিল।
ডিবিটেক/বিএমটি