সামাজিক যোগাযোগ জায়ান্ট মেটাকে ১৫.৬৭ মিলিয়ন ডলার জরিমানা করেছে দক্ষিণ কোরিয়া। অবৈধভাবে ব্যবহারকারীদের ডেটা সংগ্রহের দায়ে এই জরিমানা করা হয়েছে।
দীর্ঘ চার বছরের তদন্তের পর দক্ষিণ কোরিয়ার ‘পার্সোনাল ইনফরমেশন প্রোটেকশন কমিশন’ এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, ২০১৮ সালের জুলাই থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত অবৈধভাবে প্রায় ৯ লাখ ৮০ হাজার ফেসবুক ব্যবহারকারীর সংবেদনশীল তথ্য সংগ্রহ করেছে মেটা। যার মধ্যে রয়েছে, তাদের ধর্ম, রাজনৈতিক মতাতম ও তারা সমকামী ছিলেন কি না এমন সব তথ্য। মেটা প্রায় চার হাজার বিজ্ঞাপনদাতার সঙ্গে ব্যবহারকারীদের এসব ব্যক্তিগত তথ্য শেয়ার করেছে, বলেছে নিয়ন্ত্রক সংস্থাটি।
মেটার দক্ষিণ কোরিয়ার কার্যালয় বলেছে, তারা কমিশনের সিদ্ধান্ত ‘সতর্কতার সঙ্গে পর্যালোচনা’ করবে।
ডিবিটেক/বিএমটি