যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জিততে যাচ্ছেন, এমন প্রত্যাশায় ডিজিটাল মুদ্রা বিটকয়েনে ব্যাপক আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের। এর ফলে বিটকয়েনের দাম ৭৫ হাজার ডলার ছাড়িয়ে গেছে, যা বিটকয়েনের সর্বোচ্চ দাম। বুধবার সর্বোচ্চ ৭৫ হাজার ৩৬১ ডলারে দাম উঠেছে সবচেয়ে জনপ্রিয় এই ক্রিপ্টোকারেন্সির। খবর রয়টার্স।
খবরে বলা হয়, একদিন আগেও (৫ নভেম্বর) প্রতিটি বিটকয়েন ৬৮ হাজার ডলারে আশেপাশে লেনদেন হচ্ছিলো। অর্থাৎ মাত্র একদিনের ব্যবধানে ৭ হাজার ডলারের বেশি দাম বেড়েছে বিটকয়েনের।
ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়ে পুনরায় আমেরিকার প্রেসিডেন্ট হবেন, এই আশায় সাম্প্রতিক সময়ে বিটকয়েনের বাজারে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। মার্কিন নির্বাচনকে সামনে রেখে বিটকয়েনের বাজারে ঊর্ধ্বগতির মূল কারণ নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্পের ক্রিপ্টোকারেন্সির পক্ষে জোড়াল অবস্থান।
ট্রাম্প ইতোমধ্যেই প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন, পুনরায় নির্বাচিত হলে তিনি ক্রিপ্টোকারেন্সি-বান্ধব নীতিমালা নিয়ে আসবেন এবং ক্রিপ্টোর বাজারে সরকারি নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ কমিয়ে আনবেন।
ডিবিটেক/বিএমটি