গুগলের জনপ্রিয় স্মার্টফোন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের পরবর্তী সংস্করণ প্রত্যাশার চেয়েও আগে আসবে বলে জানা গেছে। পূর্বে আগামী বছরের তৃতীয় প্রান্তিকে অ্যান্ড্রয়েড ১৬ সংস্করণ আসার কথা শোনা গেলেও এবার প্রযুক্তি জায়ান্টটি জানিয়েছে ভিন্ন কথা। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ এর দ্বিতীয় প্রান্তিকে উন্মোচিত হবে অ্যান্ড্রয়েড ১৬। খবর অ্যান্ড্রয়েড অথরিটি।
খবরে বলা হয়, নতুন ডিভাইস উন্মোচনের সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রাখতেই অপারেটিং সিস্টেমটির নতুন সংস্করণ আগেভাগেই উন্মোচন করা হবে।
জানা গেছে, অ্যান্ড্রয়েড ১৬ এর আপডেট পেলে ব্যবহারকারীদের বেশকিছু অ্যাপ আপডেটের প্রয়োজন হবে। এছাড়া ডেভেলপার এপিআইতে পরিবর্তন আনা হবে। কিছু এআই ফিচারও আসতে পারে নতুন সংস্করণটিতে।
ডিবিটেক/বিএমটি