চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী ট্যাবলেট বিক্রি বেড়েছে ২০ দশমিক ৪ শতাংশ। এই সময়ে মোট ৩ কোটি ৯৬ লাখ ইউনিট ট্যাবলেট বিক্রি হয়েছে বলে জানিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন (আইডিসি)। খবর জিএসএম এরিনা।
খবরে বলা হয়, গত বছরের একই সময়ে ট্যাবলেট বিক্রির পরিমাণ হতাশাজনক হলেও এবছর ইতিবাচক হিসেবে দেখা গেছে।
মূলত বেশকিছু ডিভাইস আপডেট হওয়া ও কোম্পানিগুলোর প্রচারণামূলক অনুষ্ঠানের কারণে গত জুলাই-সেপ্টেম্বরে ট্যাবলেট বিক্রি বেড়েছে বলে জানিয়েছে আইডিসি।
এই সময়ে ৩২ শতাংশ শেয়ার নিয়ে বাজারে ট্যাবলেট বিক্রিতে শীর্ষে রয়েছে অ্যাপল। এসময়ে তাদের ১ কোটি ২৬ লাখ ইউনিট ট্যাবলেট বিক্রি হয়েছে। এছাড়া ১৮ শতাংশ শেয়ার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্যামসাং।
ডিবিটেক/বিএমটি