মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর ছবি তৈরি ও সম্পাদনায় গুরুত্ব দিচ্ছে। এরই ধারাবাহিকতায় জনপ্রিয় ছবি এডিটিং বা সম্পাদনার অ্যাপ ‘পিক্সেলমেটর’কে কিনছে অ্যাপল। খবর দ্য ভার্জ।
খবরে বলা হয়, এই অধিগ্রহণের মাধ্যমে পিক্সেলমেটর প্রো, আইওএস এর পিক্সেলমেটর অ্যাপ ও ফটোমেটর প্ল্যাটফর্ম অ্যাপলের নিয়ন্ত্রণে আসবে।
সম্প্রতি আইওএসে ‘ক্লিন আপ’ ফিচার চালু করেছে কোম্পানিটি, যা গুগলের ম্যাজিক ইরেজার ফিচারের মতো কাজ করে। তাই পিক্সেলমেটর প্রযুক্তি ফটোজ অ্যাপে ব্যবহারের জন্য অ্যাপল কোম্পানিটিকে কিনে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করছে বলে মনে করছে প্রযুক্তি বিশ্লেষকেরা।
এক ব্লগ পোস্টে পিক্সেলমেটর বলেছে, এই চুক্তির মাধ্যমে অ্যাপটি আরও বিস্তৃত গ্রাহকের কাছে পৌঁছাবে এবং সারা বিশ্বের সৃজনশীল মানুষের জীবনযাত্রায় আরও বেশি প্রভাব ফেলা যাবে।
এখনও প্রক্রিয়াধীন এই চুক্তির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। কোম্পানিটি কেনার জন্য নিয়ন্ত্রক অনুমোদনের অপেক্ষায় রয়েছে অ্যাপল।
ডিবিটেক/বিএমটি