রাশিয়ার একটি আদালত প্রযুক্তি জায়ান্ট গুগলকে ২০ ডেসিলিয়ন ডলার জরিমানা করেছে। অঙ্কের হিসাবে এটি ২০ বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার, যেই পরিমাণ অর্থ পৃথিবীতেও নেই। এছাড়া, গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের বাজারমূল্য মাত্র ২ ট্রিলিয়ন ডলার।
খবরে বলা হয়, গুগলের মালিকানাধীন ইউটিউব রাশিয়াপন্থী বেশ কিছু চ্যানেল ব্লক করার অভিযোগে এই জরিমানা করা হয়েছে। জরিমানার ২০ ডেসিলিয়নকে লিখতে গেলে ২০ এর পর বসাতে হবে ৩৩টি শূন্য।
ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার সঙ্গে ইউটিউবের জটিলতা নিরসনে চাপ দিতে প্রতীকীভাবে বিপুল এই অঙ্ক জরিমানা করা হয়েছে।
২০২২ সালে রায়ের প্রেক্ষিতে ইউটিউবকে ১৭টি চ্যানেলের ওপর থেকে ব্লক সরিয়ে নেয়ার নির্দেশ দেন মস্কো আরবিট্রেশন কোর্ট। সঙ্গে ইউটিউবকে প্রতিদিন জরিমানা দিতে বলা হয় ১ হাজার ২৮ ডলার। বর্তমানে যা ২০ বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার বা ২০ ডেসিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।
রুশ সংবাদমাধ্যম জানিয়েছে, এ বিপুল অঙ্কের জরিমানা আগামী ৯ মাসের মধ্যে পরিশোধ না করলে এটি আরো বাড়তে থাকবে। হিসাবে প্রতিদিন ১ লাখ রুবল যোগ হবে।
ডিবিটেক/বিএমটি