আর মাত্র তিনদিন বাদেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। আর নির্বাচনকে সামনে রেখে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মিডিয়া কোম্পানির শেয়ার দরে বড় ধস নেমেছে। এই ধসের কারণে ২৪০ কোটি ডলার খুইয়েছেন ট্রাম্প। খবর সিএনএন।
খবরে বলা হয়, ট্রাম্পের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালের শেয়ারের দর গত পাঁচ সপ্তাহ ধরে বাড়ছিল। কিন্তু চলতি সপ্তাহে তাতে হঠাতই ধস নামতে শুরু করে। মাত্র তিন দিনে কোম্পানিটি মোট মূল্যের ৪১ শতাংশ হারিয়েছে।
ট্রুথ সোশ্যালের মালিক ট্রাম্প মিডিয়া ও টেকনোলজি গ্রুপের শেয়ার গত বুধবার (৩০ অক্টোবর) ২২ শতাংশ এবং বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ১২ শতাংশ কমে। এরপর শুক্রবার (১ অক্টোবর) কমে আরও ১৪ শতাংশ।
গত মঙ্গলবার (২৯ অক্টোবর) কোম্পানিটির শেয়ার দর ছিল ৫১ ডলার। কোম্পানির মোট মূল্য ছিল ৫৯০ কোটি ডলার। কিন্ত টানা তিন দিন দরপতনের পর শুক্রবার এর মূল্য কমে দাঁড়ায় ৩৫০ কোটি ডলার। অর্থাৎ এই সময়ে ট্রাম্পের কোম্পানি ২৪০ কোটি ডলার খুইয়েছে।
২০২২ সালে চালু হয় ট্রাম্পের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’। এরপর এখন পর্যন্ত লাভের মুখ দেখেনি এটি।
ডিবিটেক/বিএমটি