জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম ৭১ হাজার ডলার ছাড়িয়েছে, যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ। এছাড়া চলতি বছরে বিটকয়েনের দাম ১০৫ শতাংশ বেড়েছে। ডিজিটাল মুদ্রা লেনদেন প্লাটফর্ম কয়েনবেসের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
মঙ্গলবার এই রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ১টা) প্রতিটি বিটকয়েন ৭১ হাজার ১৮৭ ডলারে লেনদেন হচ্ছিলো।
ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের নির্বাচনকে সামনে রেখে বিটকয়েনের দাম বাড়ছে। প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাথে ক্রিপ্টোকারেন্সি বাজারের সম্পর্ক রয়েছে। তিনি সবসময় ডিজিটাল মুদ্রার সমর্থনে কথা বলেন। এমনকি যুক্তরাষ্ট্রকে ডিজিটাল মুদ্রার কেন্দ্রস্থল হিসেবে প্রতিষ্ঠার বিষয়ও জানিয়েছেন তিনি।
অন্যদিকে, কমলা হ্যারিস ক্রিপ্টোকারেন্সি রেগুলেটরি ফ্রেমওয়ার্ক তৈরির আহ্বান জানিয়েছেন।
বিটকয়েনের দাম বাড়লেও গত কয়েক সপ্তাহে ইথেরিয়ামসহ অন্যান্য ক্রিপ্টোকারেন্সিং বাজার হারিয়েছে।
ডিবিটেক/বিএমটি