ফাইবার, ক্যাবল এবং কানেক্টিভিটি সল্যুউশন কেনার জন্য কর্নিংয়ের সাথে কয়েক বছরের জন্য এক বিলিয়ন ডলারের চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের টেলিকম জায়ান্ট এটিঅ্যান্ডটি। মূলত দ্রুত গতির ইন্টারনেট সেবা সম্প্রসারিত করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। খবর রয়টার্স।
কমকাস্টের মতো ব্রডব্যান্ড কোম্পানিগুলোর আধিপত্যের কারণে যুক্তরাষ্ট্রের ওয়্যাললেস ইন্টারনেট বাজারে এটিঅ্যান্ডটি এবং ভেরিজনের মতো টেলিকম কোম্পানিগুলোর শেয়ার কমেছে। বাজার ধরতে তারা নানা উদ্যোগ নিচ্ছে।
বিশেষ ছাড়ে নিজেদের ওয়্যারলেস ফোন সেবার সাথে হাই-স্পিড ফাইবার ডাটার ক্রমবর্ধমান চাহিদায় এটিঅ্যান্ডটিরও চাহিদা বেড়েছে। আর তাই কোম্পানিটি বাস্তবায়ন খরচ কমিয়ে নিজেদের নেটওয়ার্ক সম্প্রসারণ ও মান উন্নতকরণে কর্নিংয়ের সাথে এই চুক্তি করেছে।
তৃতীয় প্রান্তিকে এটিঅ্যান্ডটি তাদের ফাইবার ব্যবসায় ২ লাখ ২৬ হাজারের অধিক গ্রাহক অধিগ্রহণ করতে সক্ষম হয়েছে। যদিও তাদের লক্ষ্যমাত্রা থেকে কিছুটা পিছিয়ে আছে কোম্পানিটি।
ডিবিটেক/বিএমটি