চীনের বার্ষিক ধনীর তালিকায় শীর্ষস্থান অধিকার করলেন বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং। ৪৯.৩ বিলিয়ন ডলারের ব্যক্তিগত সম্পদ নিয়ে তিনি এই খেতাব পেলেন। খবর রয়টার্স।
৪১ বছর বয়সী ঝাং ২০২১ সালে বাইটড্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে ইস্তফা নেন। গত ২৬ বছরের চীনের ধনী তালিকা প্রকাশের পর থেকে তিনি ১৮ তম একক ব্যক্তি হিসেবে শীর্ষ ধনীর খেতাব পেয়েছেন।
২৪ শতাংশ কমে ৪৭.৯ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে নেমে এসেছেন বোতলজাত পানীয় ব্যবসায়ী ঝং সানসান।
যুক্তরাষ্ট্রে চলমান আইনী লড়াইয়ের মধ্যেও গত বছরে বাইটড্যান্সের বৈশ্বিক আয় ৩০ শতাংশ বেড়ে ১১০ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানা গেছে।
তালিকায় তৃতীয় অবস্থানে গেমিং কোম্পানি টেনসেন্টের প্রতিষ্ঠাতা পনি মা, চতুর্থ অবস্থানে পিডিডি হোল্ডিংসের প্রতিষ্ঠাতা কলিন হুয়াং রয়েছেন।
২০২১ সালের তুলনায় দেশটিতে বিলিয়নিয়ারের সংখ্যা এক তৃতীয়াংশের বেশি কমে ৭৫৩-তে নেমে এসেছে বলে খবরে জানানো হয়।
এদিকে, বলতি বছরে শাওমির প্রতিষ্ঠাতা লেই জুনের সম্পদ বেড়েছে ৫ বিলিয়ন ডলার।
ডিবিটেক/বিএমটি