ভিডিও গেম প্ল্যাটফর্ম রোবলক্স তুরস্কে তাদের কার্যালয় চালুর কথা জানিয়েছে। কিছু কনটেন্ট শিশুদের জন্য ক্ষতিকর বিবেচনায় দেশটির প্ল্যাটফর্মটির উপর নিষেধাজ্ঞা দিয়েছিলো দেশটির সরকার। এরই পরিপ্রেক্ষিতে দেশটিতে নিজেদের সেবা চালু করতে কার্যালয় চালুর পরিকল্পনা নেয়া হয়। খবর রয়টার্স।
খবরে বলা হয়, গত আগস্টে তুরস্কের বিচার বিভাগের মন্ত্রী আদালতের আদেশে দেশটিতে রোবলক্স বন্ধ করার ঘোষণা দেন।
রোবলক্স জানিয়েছে, তুরস্কের বিশেষ চাহিদানুযায়ী তারা দেশটির কর্তৃপক্ষে সাথে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। আগামীতে শিক্ষা, উদ্ভাবন ও কার্যকরী সংযোগের মাধ্যমে প্ল্যাটফর্মটিতে দেশটিতের সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে চায় রোবলক্স।
প্রতিষ্ঠানটি আরও জানায়, তুরস্কে একটি কার্যালয় চালুর ও ডেডিকেটেড কর্মী নেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। এছাড়া স্থানীয় ভাষার মডারেটরও নিয়োগ দেয়া হবে।
ডিবিটেক/বিএমটি