২০২৩ সালের নতুন আইফোনের তুলনায় চলতি বছর আইফোন ১৬ সিরিজ উন্মোচনের পর প্রথম তিন সপ্তাহে চীনে আইফোনের বিক্রি বেড়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্টের তথ্যমতে, গতবছরের একই সময়ের তুলনায় এবার নতুন আইফোনের বিক্রি ২০ শতাংশ বেড়েছে। খবর রয়টার্স।
গত ২০ সেপ্টেম্বর চীনে অ্যাপল এবং হুয়াওয়ের সর্বশেষ বাজারে আসা স্মার্টফোনের বিক্রি শুরু হয়। বিশ্বের বৃহত্তম স্মার্টফোন বাজারটিতে সাম্প্রতিক কয়েক প্রান্তিকে হুয়াওয়ের বিপরীতে অ্যাপল মার্কেট শেয়ার হারিয়েছিলো।
কাউন্টারপয়েন্ট জানায়, আমরা চীনে আইফোন ১৬ সিরিজের বিক্রির প্রবৃদ্ধি খুব জোরালো দেখছি। আইফোন ১৬ প্রো এবং প্রো ম্যাক্স মডেল খুব বেশি বিক্রি হচ্ছে। গত বছরের একই মডেলের তুলনায় যৌথভাবে বিক্রি ৪৪ শতাংশে বেড়েছে।
যদিও গত বছরের এই সময়ের তুলনায় টোটাল আইফোন ইউনিট বিক্রির পরিমাণ ২ শতাংশ কম বলে জানিয়েছে গবেষণা ফার্মটি। মূলত হুয়াওয়ের মেটা ও পিউরা সিরিজের তুলনায় পুরাতন আইফোন মডেলগুলোর বিক্রি কমে যাওয়ায় এটি হয়েছে।
ডিবিটেক/বিএমটি