গুগলের পর এবার ই-কমার্স জায়ান্ট অ্যামাজন পরমাণু শক্তি ব্যবহারের কথা জানিয়েছে। ডেটা সেন্টারের ইলেকট্রিসিটি চাহিদা পূরণে এই শক্তি ব্যবহার করা হবে। খবর রয়টার্স।
খবরে বলা হয়, স্মল মডিউলার রিঅ্যাক্টর (এসএমআর) নামে পরিচিত নিউক্লিয়ার পাওয়ার টেকনোলজি তৈরিতে ইতিমধ্যেই তিনটি চুক্তি স্বাক্ষর করেছে অ্যামাজন ডটকম। এর আগে চলতি সপ্তাহে গুগলের পক্ষ থেকেও নিউক্লিয়ার পাওয়ার ব্যবহারের বিষয়ে ঘোষণা আসে।
অ্যামাজন জানিয়েছে, ওয়াশিংটনে নর্থওয়েস্ট এনার্জি সাইটের কাছে এসএমআর প্রকল্পের জন্য সক্ষমতা যাচাইয়ে বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। এক্স-এনার্জি এই প্রকল্পটি বাস্তবায়ন করবে। তবে এর আর্থিক বিষয়টি প্রকাশ করা হয়নি।
চুক্তির আওতায়, চারটি মডিউল থেকে অ্যামাজন বিদ্যুৎ কিনবে।
ডিবিটেক/বিএমটি