প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের এআইভিত্তিক প্রযুক্তি ও ডেটা সেন্টার পরিচালনার জন্য বিশ্বে প্রথমবারের মতো পারমাণবিক শক্তি ব্যবহার করতে যাচ্ছে। এই লক্ষে ক্যালিফোর্নিয়ার ‘কাইরোস পাওয়ার’ কোম্পানির সাথে চুক্তি করেছে গুগল। খবর রয়টার্স।
খবরে বলা হয়, এই চুক্তির মাধ্যমে ছোট ছয় বা সাতটি পারমাণবিক চুল্লি থেকে শক্তি নেবে গুগল। প্রথম ধাপের চুল্লিগুলো ২০৩০ সালের মধ্যে এবং বাকিগুলো ২০৩৫ সালের মধ্যে প্রস্তুত হবে বলে জানা গেছে।
তবে চুক্তির আর্থিক পরিমাণ কিংবা যুক্তরাষ্ট্রের কোথায় এই প্ল্যান্ট তৈরি হবে সেটি জানায়নি কোনো প্রতিষ্ঠান। মোট ৫০০ মেগাওয়াট পাওয়া কিনতে আগ্রহী হয়েছে গুগল।
গুগল জানিয়েছে, ‘নিউক্লিয়ার শক্তি হলো ২৪ ঘণ্টার বিশুদ্ধ শক্তির একটি উৎস’, যা গুগলের বিদ্যুতের চাহিদা পূরণে সহায়ক হবে। সম্প্রতি জেনারেটিভ এআই ও ক্লাউড সেবার জন্য প্রচুর পরিমাণে বিদ্যুৎ প্রয়োজন হয়। সেই প্রয়োজন মেটাতেই এই উদ্যোগ।
ডিবিটেক/বিএমটি