ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ব্রাজিল। এর ফলে দেশটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমটি চালুতে আর বাধা রইলো না। খবর রয়টার্স।
স্থানীয় প্রতিনিধি নিয়োগের ব্যর্থতা ও ভুল তথ্য ছড়ানোর জেরে জেরে গত আগস্ট মাসে ব্রাজিলে এক্স নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞা তুলে নিলেও মোটা অংকের জরিমানা (প্রায় ৫২ লাখ মার্কিন ডলার) গুনতে হয়েছে এক্সকে।
বিচারক আলেকজান্দ্রে দ্য মোরেস দেশটিতে এক্স পুনরায় সচল করতে ব্রাজিলের যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাকে ২৪ ঘণ্টার সময় দিয়েছেন।
এ বিষয়ে এখনও ইলন মাস্কের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ডিবিটেক/বিএমটি