রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৭২তম জন্মদিন আজ (৭ অক্টোবর)। ১৯৫২ সালের এই দিনে সেন্ট পিটার্সবার্গে জন্মগ্রহণ করেন বিশ্বের অন্যতম ক্ষমতাধর এই রাষ্ট্র নায়ক। তার জন্মদিন নিয়ে কৌতূহল আছে অনেকের। তবে দিনটি সুখকর হয়নি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের। বৃহৎ পরিসরের সাইবার হামলার শিকার হয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া কোম্পানি ভিজিটিআরকে। খবর রয়টার্স।
খবরে বলা হয়, গণমাধ্যম কোম্পানিটি দেশটির প্রধান জাতীয় টেলিভিশন স্টেশনগুলোর মালিকানায় রয়েছে এবং এগুলো পরিচালনা করে থাকে।
কিয়েভের হ্যাকাররা এই সাইবার হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সরকারি একটি সূত্র।
সোমবার ভোর থেকে ভিজিটিআরকের ওয়েবসাইটে সঠিকভাবে দেখা যাচ্ছিলো না। এছাড়া রোশিয়া-২৪সহ অন্যান্য নিউজ চ্যানেলগুলো অফলাইনে চলে যায়। লাইভস্ট্রিম তেখতে দেখে ‘৫০৩ সার্ভিস আনঅ্যাভেইলেবল’ এর দেখায়।
ভিজিটিআরকে জানিয়েছে, আমাদের ডিজিটাল অবকাঠামোতে বড় ধরণের সাইবার হামলা চালানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করা হচ্ছে।
ডিবিটেক/বিএমটি