কৃত্রিম বুদ্ধিমত্তা সার্ভারের ব্যাপক চাহিদার প্রেক্ষিতে তৃতীয় প্রান্তিকে নিজেদের সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়লো বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিক্স পণ্য সরবরাহকারী ফক্সকন। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে আইফোনের বৃহত্তম এই সরবরাহকারী প্রতিষ্ঠানের আয়ে গত বছরের তুলনায় ২০.২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। খবর রয়টার্স।
খবরে বলা হয়, এর আগে তৃতীয় প্রান্তিকে ১.৭৯ ট্রিলিয়ন তাইওয়ানিজ ডলার আয়ের লক্ষ্যমাত্রা থাকলেও এই সময়ে কোম্পানি আয় করেছে ১.৮৫ ট্রিলিয়ন তাইওয়ানিজ ডলার (৫৭.৩ বিলিয়ন মার্কিন ডলার)।
কোম্পানিটি এক বিবৃতিতে জানিয়েছে, “এআই সার্ভারের ব্যাপক চাহিদার কারণে কোম্পানির ক্লাউড ও নেটওয়ার্কিং প্রোডাক্ট ডিভিশন থেকে প্রত্যাশাতীত আয় হয়েছে”। কোম্পানিটি এনভিডিয়াকে এআই চিপ সরবরাহ করে থাকে।
এছাড়া আইফোনসহ অন্যান্য অ্যাপল পণ্য সরবরাহ করেও ভালো আয় করেছে ফক্সকন।
ডিবিটেক/বিএমটি