পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় ৩০ দিনের জন্য স্থানীয় একটি মিডিয়া কোম্পানির অনলাইন প্ল্যাটফর্ম বন্ধের নির্দেশনা দিয়েছে দেশটির যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা। সরকারবিরোধী কনটেন্ট প্রকাশের জেরে এই পদক্ষেপ নেয়া হয়েছে। খবর রয়টার্স।
তানজানিয়া কমিউনিকেশনস রেগুলেটরি অথরিটি জানিয়েছে, এটি আগামী ৩০ দিনের জন্য মওয়ানাঞ্চি কমিউনিকেশনসের অনলাইন কনটেন্ট লাইসেন্স স্থগিত করেছে। সংবাদমাধ্যমটি গত ১ অক্টোবর দেশটির ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কনটেন্ট প্রকাশ করেছে বলে অভিযোগ করা হয়।
নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশিত উক্ত অডিও ভিজ্যুয়াল কনটেন্টটি দেশটির অনলাইন কনটেন্ট রেগুলেশন ২০২০ ভঙ্গ করেছে। তবে কনটেন্টে কী বলা হয়েছে সেটি উল্লেখ করা হয়নি।
মূলত সংবাদমাধ্যমটি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অ্যানিমেটেড ভিডিও প্রকাশ করে যেখানে দেখানো হয়, একজন নারী টেলিভিশন দেখছেন যেখানে কিছু আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবেরা তাদের প্রিয়জনদের নিখোঁজ হওয়া কিংবা হত্যাকান্ডের শিকার হওয়ার অভিযোগ করছে।
যদিও পরে ভিডিওটি সরিয়ে ফেলা হয়, তবে নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে রেহাই পাচ্ছে না মিডিয়াটি।
ডিবিটেক/বিএমটি