মহাকাশে আটকে পড়া দুই নভোচারী বাট উইলমোর এবং সুনি উইলিয়ামসকে আগামী বছর পৃথিবীতে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) এ পৌঁছেছে স্পেসএক্সের ক্রু ড্রাগন স্পেস ক্যাপসুল। রবিবার নাসা এবং স্পেসএক্সের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে নাসা জানিয়েছে, ড্রাগন ক্যাপসুল যুক্ত হওয়ার পরপরই নাসার নভোচারী নিক হগ এবং রাশিয়ার রককসমসের আলেকজান্ডার গরবুনভ আইএসএসে উঠে পড়েন।
আগামী বছরে চার নভোচারীকে নিয়ে ফিরবে স্পেসএক্সের ক্রু-৯ মিশন। এর আগে বোয়িংয়ের স্টারলাইনার ক্যাপসুল জুনে সেখানে পৌঁছালেও যান্ত্রিক ত্রুটির কারণে তাদেরকে ফেরত আনতে ব্যর্থ হয়।
ডিবিটেক/বিএমটি