ওপেনএআই এর প্রেস অ্যাকাউন্ট ‘ওপেনএআই নিউজরুম’ নামে অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। কোম্পানিটি জানিয়েছে, ভুয়া টোকেনের তথ্য শেয়ার ও প্রতারণামূলক কার্যক্রম প্রচার করতে অ্যাকাউন্টটি দখল করে নিয়েছে ক্রিপ্টোকারেন্সি প্রতারকরা। খবর টেকক্রাঞ্চ।
খবরে বলা হয়, অ্যাকাউন্টটি থেকে মূলত কোম্পানির পণ্য এবং নীতির সম্পর্কে আপডেট দেয়া হতো। সোমবার বিকালে হ্যাক হওয়া ওপেনএআই অ্যাকাউন্টটি ‘$ওপেনএআই’ নামে একটি কাল্পনিক ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ভুয়া বার্তা শেয়ার করা শুরু করে।
পোস্টগুলো মিথ্যা দাবি করে, ‘ওপেনএআই এই টোকেন চালু করছে এবং ব্যবহারকারীদের এর একটি অংশ দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। এছাড়া ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ভবিষ্যতের ওপেনএআই বেটা প্রোগ্রামে প্রবেশাধিকার পাওয়া যাবে।’
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ কোম্পানিটি নিশ্চিত করেছে, টোকেনটি ভুয়া। কেউ যেন প্রতারণার বিষয়টি বুঝতে না পারে সে উদ্দেশ্যে পোস্টের মন্তব্যগুলো নিষ্ক্রিয় করা হয়েছিলো।
ডিবিটেক/বিএমটি