অ্যাপলের নতুন বাজারে আনা আইফোন ১৬ প্রো’র কিছু ব্যবহারকারী টাচস্ক্রিণ সমস্যায় ভুগছেন বলে অনলাইনে অভিযোগ করেছেন। সোয়াইপ এবং ট্যাপ ঠিকভাবে কাজ করছে না যা বিভিন্ন কার্যক্রমে ব্যাঘাত ঘটাচ্ছে বলে জানানো হয়। খবর জিএসএম এরিনা।
খবরে বলা হয়, আইওএস ১৮ এবং আইওএস ১৮.১ সম্বলিত আইফোন ১৬ প্রো ব্যবহারকারীদের অনেকেই এই সমস্যায় পড়েছেন।
মূলত পাল্ম রিজেকশন অ্যালগরিদমের কারণে এই সমস্যা হচ্ছে বলে জানা গেছে। স্ক্রিণের প্রান্তে, বিশেষ করে ক্যামেরা কন্ট্রোল বাটনের পাশেই এই সমস্যাটি বেশি দেখা দিচ্ছে। কিছু সময়ের জন্য প্রান্তে টাচ কাজ করছে না, যদিও স্ক্রিণের অন্যসময় জায়গায় চাট কাজ করছে বলে জানানো হয়।
ধারণা করা হচ্ছে, সফটওয়্যার সমস্যার কারণে এটি ঘটছে এবং অ্যাপল পরবর্তী সফটওয়্যার আপডেটে সেটি সমাধান করতে পারে।
ডিবিটেক/বিএমটি